Friday, September 30, 2016

অবাকখুড়ো

সবাক-বনের অবাকখুড়ো, দুলতো দোলা দোলনাতে
আকাশপানে দেখত চেয়ে, মন ছিল না খেলনাতে

দিনের বেলা মেঘের খেলা, কিংবা কিছু শালিক-চিল
সেই না দেখেই, দুইপা নেচে, বলত খুড়ো "ছু-গিল-গিল"

কিন্তু যদি বৃষ্টি হত, পড়ত জোরে জলের তোড়
অমনি খুড়ো, আগুন জ্বেলে, রাঁধত একটা আস্ত থোড়

শীতের বেলায়, একটু যখন, ঠান্ডা হাওয়া বইত বেশ
গাছের নীচে চুপটি বসে, বাঁধত কষে চারটি কেশ

ভোরের বেলায়, চারটি কলা, রাখত ভাঙা আয়নাতে
দুপুর হলে দশটি মুলো, রাতের বেলায় খায় না সে

ভাবছ জানি - লিখছে কিসব, গেছেই বোধহয় মাথাখানি
চোখটি বোজো, অমনি পাবে, সবাক-বনের হাতছানি