Sunday, November 6, 2016

পাগলছানা

ওই যে আছে ঘোর-প্যাঁচানি, মুখটা করে হাঁড়ি
সাতসকালেই বলবে উঠে, আজকে শুধু আড়ি

সারা দুপুর ফুলে আছে, ঘাড়ের কটি রোঁয়া
কানের থেকে যাচ্ছে বয়ে গলগলিয়ে ধোঁয়া

ঝটপটিয়ে ঝাপটে ডানা, আশপাশে তার আসতে মানা
বিড়বিড়িয়ে বকছে কিসব, কাগের নয়ত বগের ছানা

ভাবছ বুঝি আপনভোলা, মাথায় আছে অঢেল ছিট
ভুল নয়কো, ঠিকই, তবে পেলেই তোমায় করবে টিট

দেখতে ওরম ভোম্বলরাম, মোটেই নয়কো হাঁদা
ওপর থেকেই ঝাপটে ডানা, লাগায় চোখে ধাঁধা

সত্যি বলছি, অ্যাইসা জোরে, ধরতে হবে কানদুটো
বাদ যাবে না, মিলিয়ে নিও, একটা-দুটো চুলমুঠো

চিড়বিড়িয়ে, তিড়বিড়িয়ে, যেই না দেবো কিলচাঁটি
রাগটা ব্যাটা, সেই পালাবে, দেখতে গিয়ে চোখদুটি

Thursday, November 3, 2016

ছোটবাবু

হেড অফিসের ছোটোবাবু, লোকটি বেজায় শান্ত
শুধু সকাল থেকে রাতের বেলা, দেখায় উদভ্রান্ত

ঝাঁকড়া চুলে পাখির বাসা, গোটাকয়েক উকুন তায়
ধরে পাশে বসিয়ে দিলে, ভামের ব্যাটাও অক্কা পায়

জামার রঙটি ধরতে পারে, এমন কারুর সাধ্য নেই
বলবে যখন অনেক কথা, সামনে কেবল বসতে নেই

বলবে যাহা, নাড়বে মাথা, বাবু আমার বাধ্যটি
চেয়ার থেকে ওঠায় তাকে, এমন কারুর সাধ্য কি!

কাজ পড়েছে, অনেক বুঝি? না হে, তোমার চিন্তা নেই
মনের সুখে আরাম করো, তোমার কাজও করবে সে'ই

যতই করো লম্ফঝম্প, যতই বলো "তফাৎ যাও"
লাভ নেইকো! ঠ্যাংটি তুলে, আরাম করে লস্যি খাও

দিনের শেষে, রাতের বেলা, আপিস যখন বেবাক খালি
ওই দেখোনা, এক কোনাতে, জ্বলছে আলো একটি খালি

রাত হয়েছে, ভাবছো বুঝি, ছোটোবাবু ফিরবে কি?
মিছেই তুমি ভাবছ এত, দাঁড়িয়ে আছে ট্যাক্সিটি

আপনমনে গুড়গুড়িয়ে, পেরিয়ে সিঁড়ির প্রান্তটি
যে যাই বলো, মানতে হবে, লোকটা বড় শান্তটি!