ওই যে আছে ঘোর-প্যাঁচানি, মুখটা করে হাঁড়ি
সাতসকালেই বলবে উঠে, আজকে শুধু আড়ি
সারা দুপুর ফুলে আছে, ঘাড়ের কটি রোঁয়া
কানের থেকে যাচ্ছে বয়ে গলগলিয়ে ধোঁয়া
ঝটপটিয়ে ঝাপটে ডানা, আশপাশে তার আসতে মানা
বিড়বিড়িয়ে বকছে কিসব, কাগের নয়ত বগের ছানা
ভাবছ বুঝি আপনভোলা, মাথায় আছে অঢেল ছিট
ভুল নয়কো, ঠিকই, তবে পেলেই তোমায় করবে টিট
দেখতে ওরম ভোম্বলরাম, মোটেই নয়কো হাঁদা
ওপর থেকেই ঝাপটে ডানা, লাগায় চোখে ধাঁধা
সত্যি বলছি, অ্যাইসা জোরে, ধরতে হবে কানদুটো
বাদ যাবে না, মিলিয়ে নিও, একটা-দুটো চুলমুঠো
চিড়বিড়িয়ে, তিড়বিড়িয়ে, যেই না দেবো কিলচাঁটি
রাগটা ব্যাটা, সেই পালাবে, দেখতে গিয়ে চোখদুটি
এই তো। আর এক খানা এসে হাজির। না না, এ যেন না থামে। আমার বড্ড প্রিয় এই লেখা গুলো
ReplyDeleteহে হে। ☺ মাঝে মাঝেই লিখব নাহয়
ReplyDelete